আলোর উৎসব দিওয়ালি উৎসব পালিত হচ্ছে
আলোর উৎসব দীপাবলী বা দিওয়ালি। যার প্রকৃত অর্থ অন্ধকারে আলোর জয়।সকল অমঙ্গল,অজ্ঞতা ও মন্দের বিরুদ্ধে সত্যের আলোর জয়।মূলত হিন্দুধর্মালম্বীদের অনুষ্ঠান হলেও সব ধর্মের মানুষজন এই উৎসবে সামিল হন।
উৎসবের পৌরাণিক কাহিনীর চেয়ে আধ্যাত্মিক অর্থ গুরুত্বপূর্ণ ।আত্ম চিন্তন, অমঙ্গল থেকে দূরে থাকা করা,অজ্ঞতা দূর করে জ্ঞানের আলো জ্বালা।যা যে কোন শুভ মানুষের কাম্য।
তাই এই উৎসবে জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে এই উৎসবে সামিল হন। আলোর রোশনাই চারিদিকে
বাড়ি-ঘর,দোকান-পাট পরিষ্কার করে লক্ষ্মীর আরাধনা করে।রঙ্গোলি বা আল্পনা দেয়।প্রদীপ জ্বালায়।বাজি ফাটায়,মিষ্টি বিতরণ করে।হৈ হুঙ্কার আনন্দে মেতে ওঠে। সারা শহর যেন আনন্দের জোয়ারে গা ভাসায়।তবে মাত্রাতিরিক্ত উন্মাদনায় অনেক সময়ই নানা দুর্ঘটনার সূত্রপাত হয়।যা একেবারেই কাম্য নয়।তবে প্রশাসনিক প্রচেষ্টায় এখন অনেক টাই প্রতিরোধ করা সম্ভব হয়েচে।তবে এটাও আমাদের মনে রাখতে হবে উৎসবের আনন্দ যেন কারর দুঃখের কারণ না হয়।
উৎসবের আনন্দ সকলকে নিয়ে উপভোগ করার মধ্যে মাহাত্ম্য। বিশেষভাবে পিছিয়ে পড়া মানুষজন কে নিয়ে। কলকাতার হেরিটেজ অ্যাকাডেমির 'এন এস এস" ছাত্ররা 'সূর্যকিরণ' অবৈতনিক স্কুলের ছেলে - মেয়েদের নিয়ে প্রতিবছরের মত এবছর ২৮ অক্টোবর ২০২৪, সন্ধ্যায় দিওয়ালি উৎসব পালন করে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।