কনফারেন্স অব কাথলিক বিশপস ইন্ডিয়ার ৩৫ তম সমাবেশ সম্পন্ন হল
CCBI এর সংবাদ মাধ্যম অনুসারে গত ৩০ জানুয়ারি ২০২৪, ব্যাঙ্গালুরুর সেন্ট জনস্ ন্যাশনাল একাডেমি অব হেল্থ সায়েন্সেসের নার্সিং কলেজ অডিটোরিয়ামে কনফারেন্স অব কাথলিক বিশপস ইন্ডিয়ার ৩৫ তম পূর্ণাঙ্গ সমাবেশ সম্পন্ন হল।
আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন মহা খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে শুরু হয়। ভারত ও নেপালের অ্যাপোস্টলিক নুনসিও, মহামান্য আর্চবিশপ লিওপোল্ডো গিরেলি খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন।
উপদেশে মহামান্য নুনসিও সাধু জন বস্কোর পার্বণ দিন উপলক্ষে সকল স্যালেসিয়ান পুরোহিত ও ভ্রাতা-ভগিনীদের শুভেচ্ছা জানান ও খ্রীষ্টমণ্ডলীতে তাদের অবদান স্মরণ করান। বিশ্ব শান্তি এবং মণিপূরের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য প্রার্থনা করেন।
খ্রীষ্টযাগের পর প্রদীপ প্রজ্জ্বলন ও পবিত্র আত্মার নিকট প্রার্থনার মাধ্যমে উদ্বোধনী সভার সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় কার্ডিনাল ফিলিপ নেরি।
CCBI এর ভাইস প্রেসিডেণ্ট জর্জ অ্যান্টনিসামি। সম্মেলনে যোগদানকারী সকল বিশপ ও অতিথিদের স্বাগত জানান ও কার্ডিনাল ট্যাগল এর পাঠানো একটি বার্তা পড়ে শোনান।যেখানে কার্ডিনাল সমাবেশে যোগদানকারী বিশপদের ডারতের বিভিন্ন চার্চের মধ্যে কমিউনিয়নকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
CCBI এর বার্ষিক রিপোর্ট পেশ করেন রেভা: আর্চবিশপ অনিল কৌট।
প্রয়াত কার্ডিনাল টোপ্পোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দু মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। (CCBI) এর একদিনের বৈঠকে ভার তীয় ল্যাটিন রাইটের কাথলিক খ্রীষ্টমণ্ডলীর নানা বিষয় নিয়ে আলোচনা হয় যেখানে ১৩২ টি ডায়াসিসের ১৯৬ জন বিশপ রয়েছে।
CCBI, তার ১৬ টি কমিশন ৭টি বিভাগ ও ৪ টি অ্যাপোস্টোলেটের মাধ্যমে ভারতীয় খ্রীষ্টমণ্ডলীকে সঞ্জীবিত করে।এটি এশিয়ার বৃহত্তম ও বিশ্বের চতুর্থ বৃহত্তম সম্মেলন বলে পরিগনিত হয়েছে।
বিশ্বব্যাপী ভারতীয় কাথলিক সম্প্রদায়কে সংযুক্ত করার জন্য 'ক্যাথলিক কানেক্ট', মোবাইল অ্যাপ অধিবেশনে চালু করা হয়েছে।
কার্ডিনাল ফিলিপ নেরি ফেরো ক্যানন আইন এবং এর পরিপূরক নিয়মের জন্য ব্যবহারকারীর নির্দেশিকা সহ দুটি বই প্রকাশ করেছেন।
CCBI - এর ডেপুটি সেক্রেটারি জেনারেল রেভা; ড; স্টিফেন আলাথারা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে কার্ডিনাল পুলার প্রার্থনার মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শেষ হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।