কলকাতা পার্ক সার্কাস ডন বস্কো স্কুলে কেরিয়ার গাইডেন্স সেমিনার
গত ২০ এপ্রিল ২০২৪, কলকাতা পার্ক সার্কাস ডন বস্কো স্কুলে কাথলিক যুবক- যুবতীদের জন্য কেরিয়ার গাইডেন্স অর্থাৎ জীবিকা নির্বাচন সেমিনার অনুষ্ঠিত হল।
দ্য ক্যাথলিক টীচার্স গিল্ড এই সেমিনারের আয়োজন করেন।নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই বিশেষ সেমিনারে অংশ গ্রহন করে।
কলকাতা ধর্মপ্রদেশের বিভিন্ন স্কুলের ছাত্র -ছাত্রীরা বিপুল উৎসাহ নিয়ে এই সেমিনারে নাম নথিভূক্ত করে।
সকাল ৯টায় অতিথি বরণ ও অগ্নি প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের মাননীয় বিশপ নির্মল গোমেস।
অগ্নি প্রজ্জ্বোলনে সহায়তা করেন কলকাতা ভিকার ফঃ ডমিনিক গমেস,কলকাতা ডিন ফঃ মলয় ডি'কস্তা,সেবাকেন্দ্রের পরিচালক ফঃ এন্টনি রড্রিক্স, ডনবস্কের ফঃ জোস প্রমুখ।
বিশপ নির্মল কেরিয়ার গাইডেন্সের বিষয়ে বিশেষ অনুপ্রেরনা মূলক বার্তা দেন যা খুবই গুরুত্বপূর্ণ।এছাড়াও বিভিন্ন পেশায় দক্ষ ব্যক্তিবর্গ এই সেমিনারে নিজেদের অভিজ্ঞতা ব্যাক্ত করেন। সঠিক পেশা নির্বাচনে প্রয়োজনীয়তা কত জরুরি তা জানান।
জীবনে সাফল্যের পিছনে পড়াশুনার পাশাপাশি সঠিক পেশা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।অনেক ক্ষেত্রেই দেখা যায় উচ্চশিক্ষা লাভ করেও ছেলে- মেয়েরা জীবনে প্রতিষ্ঠা পায় না।তার অনেকটা কারণ ভুল পেশা নির্বাচন।
সেদিকদিয়ে কাথলিক টীচার্স গিল্ডের এই উদ্যোগ খুবই ভাল প্রয়াস।
সবশেষে সংগঠনের পরিচালক মিঃ চাকো ধন্যবাদ জ্ঞাপন করেন।বেলা ১ টায় অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।