আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবে ড. ফাদার তপন ডি রোজারিও’র লেখা ‘নৈঃশব্দের প্রতিধ্বনি’ বই -এর মোড়ক উন্মোচন

ড. ফাদার তপন ডি রোজারিও’র লেখা ‘নৈঃশব্দের প্রতিধ্বনি’ বই -এর মোড়ক উন্মোচন (ছবি: ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন)

গত জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মডারেটর . ফাদার তপন ডি রোজারিওর লেখা মূকাভিনয় বিষয়ক বই ‌‘নৈঃশব্দের প্রতিধ্বনি: মাইমের শিল্পান্বেষণ’-এর মোড়ক উন্মোচন করা হয়

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব আয়োজন করেছে তারুণ্যনির্ভর মূকাভিনয় সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন

এই আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবে অংশ নিয়ে ছিলো ডেনমার্ক, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত বাংলাদেশের শিল্পীগণ

ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মডারেটর . ফাদার তপন ডি রোজারিও লেখা মূকাভিনয় বিষয়ক বই এরমোড়ক উন্মোচন করা হয় বইটি ইংরেজি বাংলা দুই সংস্করণে লিখিত

এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফাদার তপন ডি রোজারিও বলেন, “নীরবতার ভাষা- মাইম একটি প্রাচীন অথচ সর্বদা বিকাশমান প্রকাশভঙ্গি, যা কথার সীমাবদ্ধতা অতিক্রম করে আদিম মানবসমাজের মৌলিক ইশারা-ভঙ্গি থেকে শুরু করে আজকের জটিল পারফরম্যান্সধর্মী শিল্পে মাইম এক অনন্য ভাষায় রূপ নিয়েছে- যা সংস্কৃতি, প্রজন্ম এবং মতাদর্শের সীমা ছাড়িয়ে হৃদয়ের গভীরতম অনুভূতিকে প্রকাশ করতে সক্ষম

বইটি একটি সুদৃঢ় বিশ্বাস থেকে জন্ম নিয়েছে যে, মাইম কেবল একধরনের নাট্যশৈলী নয়; বরং এটি মানব-আত্মার এক গভীর ভাষা- যা গল্প বলে, শিক্ষা দেয়, শুশ্রূষা করে, সংস্কৃতির পরিচয় তুলে ধরে এবং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করে,” বলেন ফাদার ডি রোজারিও

উৎসবে মূকাভিনয় পরিবেশনার একটি মুহূর্ত। (ছবি: ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন)

ফাদার আরও বলেন, “ বইটি বিভিন্ন পাঠকশ্রেণির জন্য রচিত থিয়েটারের শিক্ষার্থীদের জন্য এটি একটি ইতিহাসভিত্তিক প্রাকটিক্যাল গাইড মঞ্চশিল্পীদের জন্য রয়েছে কৌশলগত অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা শিক্ষাবিদ থেরাপিস্টদের জন্য এতে রয়েছে মাইমের শিক্ষামূলক নিরাময়যোগ্য সম্ভাবনার দৃষ্টান্ত গবেষকদের জন্য এটি মাইমের সাংস্কৃতিক, নন্দনতাত্ত্বিক সংকেতভিত্তিক (semiotic) বিশ্লেষণের এক সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরে

. ফাদার তপন ক্যামিলাস ডি' রোজারিও একজন রোমান ক্যাথলিক পুরোহিত, অধ্যাপক, গবেষক সাংস্কৃতিক কর্মী তিনি ১৯৮৬ সালে সাধু পোপ দ্বিতীয় জন পল কর্তৃক পুরোহিত অভিষিক্ত হন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড রিলিজিয়নস অ্যান্ড কালচার বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত (২০০৯- বর্তমান)

এর আগে তিনি ঢাকার হলি স্পিরিট মেজর সেমিনারিতে বাইবেল ধর্মতত্ত্বের অধ্যাপক ছিলেন, যা পন্টিফিক্যাল উর্বানিয়ানা বিশ্ববিদ্যালয়, রোম-এর সঙ্গে অধিভুক্ত তিনি ইতালির উর্বানিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে বাইবেল ধর্মতত্ত্বে লাইসেনশিয়েট এবং পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন

. ডি' রোজারিও আন্তঃধর্মীয় সংলাপ, ন্যায়, শান্তি সম্প্রীতির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে Dhaka University Mime Action (DUMA) Leadership Development Society (DULDS)-এর প্রতিষ্ঠাতা মডারেটর, যা তাঁর সাংস্কৃতিক সফল নেতৃত্বের প্রতিফলন

নীরব ভাষা দেহভঙ্গির শক্তিতে বিশ্বাসী এই যাজক মাইমকে গ্রহণ করেছেন সমাজসংলগ্ন শিল্পরূপ হিসেবে এই বই সেই নীরব শিল্পের মধ্য দিয়ে মানুষে-মানুষে সংলাপ, অনুভব মানবতার পক্ষে উদাত্ত আহ্বান

উল্লেখ্য, ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারিনা বলা কথাগুলো না বলেই হোক বলাস্লোগান নিয়ে যাত্রা শুরু করে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন

এরইমধ্যে দেশ-বিদেশে শতাধিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে মূকনাট্যদলটি আর্মেনিয়া, মরক্কো, ভারত, চীন দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মূকাভিনয় নাট্যোৎসবে অংশ নিয়েছে

বইটি সংগ্রহ করতে চাইলে আপনি . ফাদার তপন ডি রোজারিও  ফাদার নিখিল গমেজ এর সাথে যোগাযোগ করতে পারেন (০১৭১১৫২৪৯৩০, ০১৭১৯৩৬৪৩৯৫) বইটির শুভেচ্ছা মূল্য ১২০০ টাকা আর USD 15. - আরভিএ সংবাদ