কলকাতার সল্টলেক ঐকতানে জাতীয় যুব দিবস উদযাপন

গত ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুবদিবস উদযাপিত হল সল্টলেক সেক্টর ৩ ঐকতান কনফারেন্স হলে।

বিবেকানন্দ ইণষ্টিটিউট অব এনভায়ারমেণ্ট এণ্ড ম্যানেজমেণ্ট কালচার ও ইস্টার্ণ যোনাল কালচারাল সেন্টার গভ: অব ইন্ডিয়া ,যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ১১ টায় বিবেকানন্দের প্রতিকৃতিতে মালা পরিয়ে ও অগ্নি প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রফেসর তাপস চক্রবর্তী ভাইস চ্যান্সেলর অব ম্যাকাউট, প্রফেসর চিরঞ্জিব ভট্টাচার্য ,প্রফ: ভাষ্কর গুপ্ত, সৈকত মিত্র,শ্রী মইনুল হাসান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আশিস কুমার গিরি পরিচালক EZCC স্বাগত ভাষণ পাঠ করেন।দিনের প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন শ্রী তরুণ গোস্বামী  দী স্টেটম্যান পত্রিকার সিটি এডিটর।তিনি বলেন , ' বিবেকানন্দ বিভেদ নয়..সমন্বয়ে বিশ্বাসী ছিলেন।' এরপর একে একে প্রতিটি বক্তা স্বামীজীর জীবনদর্শন ও পরিবেশ সংরক্ষণের উপর সংক্ষেপে বক্তব্য রাখেন।যুব সমাজকে শুধু চাকুরিজীবী না হয়ে নতুন উদ্ভাবনা, গবেষণায় আগ্রহী হওয়ার পরামর্শ দেন।

গত ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুবদিবস উদযাপিত হল সল্টলেক সেক্টর ৩ ঐকতান কনফারেন্স হলে।

বিবেকানন্দ ইণষ্টিটিউট অব এনভায়ারমেণ্ট এণ্ড ম্যানেজমেণ্ট কালচার ও ইস্টার্ণ যোনাল কালচারাল সেন্টার গভ: অব ইন্ডিয়া ,যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ১১ টায় বিবেকানন্দের প্রতিকৃতিতে মালা পরিয়ে ও অগ্নি প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রফেসর তাপস চক্রবর্তী ভাইস চ্যান্সেলর অব ম্যাকাউট, প্রফেসর চিরঞ্জিব ভট্টাচার্য ,প্রফ: ভাষ্কর গুপ্ত, সৈকত মিত্র,শ্রী মইনুল হাসান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আশিস কুমার গিরি পরিচালক EZCC স্বাগত ভাষণ পাঠ করেন।দিনের প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন শ্রী তরুণ গোস্বামী  দী স্টেটম্যান পত্রিকার সিটি এডিটর।তিনি বলেন , ' বিবেকানন্দ বিভেদ নয়..সমন্বয়ে বিশ্বাসী ছিলেন।' এরপর একে একে প্রতিটি বক্তা স্বামীজীর জীবনদর্শন ও পরিবেশ সংরক্ষণের উপর সংক্ষেপে বক্তব্য রাখেন।যুব সমাজকে শুধু চাকুরিজীবী না হয়ে নতুন উদ্ভাবনা, গবেষণায় আগ্রহী হওয়ার পরামর্শ দেন।