দিশারীতে বেসিক  এক্লেসিয়া কমিউনিটির প্রাদেশিক সম্মেলনের সাংস্কৃতিক  অনুষ্ঠান

গত  ৫ ডিসেম্বর  বারুইপুর ধর্মপ্রদেশের দিশারী পাস্টরাল সেন্টারে প্রাদেশিক বেসিক এক্লেসিয়া কমিউনিটির বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল।

সন্ধ্যা ৬.৩০ মি. প্রদীপ  প্রজ্জ্বোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের  শুভ সূচনা হয়।অগ্নিপ্রজ্জ্বোলনে সহায়তা করেন প্রধান অতিথি মাননীয় বিশপ শ্যামল বোস, ভিকার ফঃ  কনৌজ রয়,বি ই সি প্রাদেশিক সচিব ফঃ আই.পি. সার্থ,ন্যাশনাল  সদস্য  সিঃ ক্রিস্টিনমেদিনীপুর ডিনারির  বি ই.সি কমিশনের   সমন্বয়কারী মি.রাফায়েল  মারাণ্ডি।

সাথে  সাথেই সমবেত  প্রার্থনা নৃত্য  পরিবেশন করে তিতলি  ও তার দল। এরপর উদ্বোধনী ভাষণ  পাঠ করেন  মিঃ অজয় নস্কর ।বিষয়: 'অতিথি দেব ভব"।

এরপর   গ্লিম্পপ অব বারুইপুর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের  মাধ্যমে তুলে ধরা হয়।

পরবর্তী নিবেদন স্রষ্টার  বন্দনা..সমবেত নৃত্য ।পরিবেশনা শ্রদ্ধা,রিক্সা ও রোসেল।

তারপর  দীপঙ্কর  ও তার দল লোক সঙ্গীত  পরিবেশন করেন।ঋতুরঙ্গের  একটি নৃত্য  পরিবেশিত হয়..বসন্ত  এসে গেছে। সৌম্য ও তার  দল সমবেত  সঙ্গীত পরিবেশন করে।

শাস্ত্রীয় ও লোক নৃত্যের  ফিউশনে অংশ  নেয় নমিতা ও তার  দল। লিঙ্গ  বৈষম্য নিরূপনে

প্রতিবাদী নারী..নৃত্য পরিবেশন  নিপা ও তার দল ।

এরপর প্রধান  অতিথির  ভাষণে বিশপ  মহোদয় সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য  একে একে সকলকে ধন্যবাদ জানান

বিশেষভাবে ফঃ সার্থ ও সিঃ ক্রিস্টিনের  বি ই সি মুভমেন্ট  নিয়ে দীর্ঘ  প্রয়াসে সাধুবাদ  জানান। সেইসঙ্গে বারুইপুর ধর্মপ্রদেশের  ইতিহাসকে নতুন মোড়কে উপস্থাপনের জন্য  পরিচালক  ফঃ গৌতমের প্রশংসা করেন।

সবশেষে  দিশারী পরিচালক ফঃ গৌতম  ধন্যবাদ  জ্ঞাপন করেন।

এরপর  সমবেত  নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের  সমাপ্তি হয়।

সৌরভের  সুন্দর  সঞ্চালনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ  করে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags