কলকাতা হেরিটেজ গ্রাউন্ডে ভারতের রাউন্ড টেবিলের শিশুমেলা
গত শনিবার ৩০ নভেম্বর ২০২৪, কলকাতার হেরিটেজ অ্যাকাডেমির মুক্ত প্রাঙ্গনে 'তারে জামিন পার ' শিরোনামে,আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের জন্য একদিনের মিলন মেলার আয়োজন করেছিল। এটি ছিল তাদের ১১ তম ইভেণ্ট।কলকাতা শহরের প্রায় ২০০০ ছেলে-মেয়ে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল।
সারা মাঠ জুড়ে নানারকম খাবারের স্টল ও খেলার রাইটস এর ব্যবস্থা করা হয়েছিল। মাঠে ঢোকার আগেই প্রত্যেকের হাতে কুইন দেওয়া হয়েছিল যাতে তারা ইচ্ছামত খাবার সংগ্রহ করতে পারে।
সেই সঙ্গে প্রত্যেকের হাতে একটা করে ব্যাগ ও রংয়ের সরঞ্জাম তুলে দেওয়া হয়েছিল। শুরুতেই ছিল বসে আঁক প্রতিযোগিতা।তার পাশাপাশি গান ,নাচ ,আবৃত্তি হৈ হুল্লোর।
খাবারের স্টল গুলো স্পনসর করেছিল ওয়াও মোমো, কান্টি ক্যান্ডি, গো ইডলি ও আরওঅনেকে।কুপন দিয়ে সারিবদ্ধ ভাবে সকলকে খাবার নিতে হচ্ছিল। খেলাধুলায় বাচ্চারা অংশ নিচ্ছিল।স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছিল।
শীতের মরসুমের শুরুতেই এই আয়োজনে শিশুদের মধ্যে বিপুল উৎসাহ দেখা যাচ্ছিল।
অনুষ্ঠানের উদ্যোক্তা দালায়ত কেডি বলেন,"অনগ্রসর শিশুদের একটু আনন্দ দেওয়া টাই আমাদের প্রয়াস।
অনুষ্ঠানের শেষে সকলের হাতে একটা করে ফুড প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়। - প্রতিবেদন – চন্দনা রোজারিও।