প্রয়াত বিশপ যোসেফ গোমেস কে শ্রদ্ধায় স্মরণ: কৃষ্ণনগরে সেবা ও ধর্মবিশ্বাস গঠনে উৎসর্গীকৃত জীবন

মণ্ডলী সূত্রে জানা গেছে, পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের অবসরপ্রাপ্ত ধর্মপাল যোসেফ সুরেন গোমেস ১৯ মে সকালে :৫৫ মি. হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

 কৃষ্ণনগরের ক্যাথিড্রালে ২০মে সকাল ১০:৩০মি. প্রয়াত স্যালেসিয়ান বিশপের শেষকৃত্যের  মহা খ্রীষ্টযাগের আয়োজন করা হয়।

তিনি ১৪ ফেব্রুয়ারি, ১৯৪৪ সালে অবিভক্ত বাংলার হাশনাবাদে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শেষ করে ব্যাণ্ডেল সেমিনারিতে যোগ দান করেন।পরে তিনি রোমান ক্যাথলিক ধর্মীয় প্রতিষ্ঠান সেন্ট জন বস্কোর স্যালেসিয়ান প্রতিষ্ঠানের সদস্য হন

২১শে ডিসেম্বর, ১৯৭৪-,বিশপ গোমেস তাঁর যাজক পদ লাভ করেন। তাঁর পুরোহিত জীবনের অভিষেক ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে  একটি দীর্ঘ  উৎসর্গীকৃত পরিষেবার সূচনা করেছিল।

, বিশেষত স্যালেসিয়ান  নিয়ানুবর্তিতার  মধ্যে, যা শিক্ষা এবং যুব সমাজের কাজের উপর বিশেষ আলোকপাত করেছিল।

১৭ এপ্রিল, ২০০২-কৃষ্ণনগর ধর্মপ্রদেশ তাঁকে ধর্মপাল হিসাবে নিযুক্ত করে। তাঁর মেয়াদকালে, তিনি পালকীয় কর্তব্য নিষ্ঠা   যত্ন সহকারে করেন। ধর্মপ্রচার, এবং সম্প্রদায়ের উন্নয়নের উপর মনোযোগ দিয়ে  নিরলস ধর্মপ্রদেশের সেবা করেছিলেন।

বিশপ গোমস ১৭ বছর বিশপ এবং প্রায় ৪৫ বছর পুরোহিত হিসাবে কাজ করার পর ১৭ এপ্রিল, ২০১৯ অবসর গ্রহণ করেন।

 খ্রীষ্টমণ্ডলীর প্রতি বিশপের উৎসর্গীকৃত জীবন, স্যালেসিয়ান সম্প্রদায়ে তাঁর নেতৃত্ব এবং কৃষ্ণনগরের ডায়োসিসে তাঁর অবদানের জন্য  তিনি স্মরণীয়  হয়ে থাকবেন। তাঁর কর্মপ্রান বিনয়ী জীবন এবং সেবা পূর্ব ভারতের ক্যাথলিক সম্প্রদায়ের উপর বিশেষ আশীর্বাদ প্রেরনা।

বিশপ সুরেণের ইচ্ছা অনুসারে মহা খ্রীষ্টযাগের পর তাঁর মরদেহ শোভাযাত্রা করে রানাঘাট ধর্মপল্লীর সমাধি স্থানে  নিয়ে যাওয়া হয় এবং শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুলিখন – চন্দনা রোজারিও।

Tags