সামাজিক যোগাযোগ দপ্তরের জন্য FABC’র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত বিশপ মারালিত জুনিয়র

বিশপ মার্সেলিনো আন্তোনিও এম. মারালিত জুনিয়র

ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্সের (FABC) কেন্দ্রীয় কমিটি বিশপ মার্সেলিনো আন্তোনিও এম. মারালিত জুনিয়রকে FABC অফিস অফ সোশ্যাল কমিউনিকেশন (OSC) এর বিশপ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে। 

তার নিয়োগ পত্র ১২ মার্চ, ২০২৫ তারিখে অনুমোদিত হয়েছে এবং জানুয়ারী, ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। 

FABC বিগত বছরগুলিতে সামাজিক যোগাযোগ অফিসে তার নেতৃত্ব এবং অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং অঞ্চলজুড়ে মিডিয়া এবং যোগাযোগ প্রচেষ্টাকে শক্তিশালী করার ক্ষেত্রে তার একই ভাবে সহযোগিতার প্রত্যাশা করছে। 

তপস্যাকাল শুরু হওয়ার সাথে সাথে, FABC খ্রীষ্টমণ্ডলীর সামাজিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিশপ মারালিতের প্রতি প্রার্থনা এবং শুভকামনা জানাচ্ছে।

তিনি ১৯৬৯ সালের ১৮ মে ম্যানিলায় জন্মগ্রহণ করেন এবং লিপা সিটির সেন্ট ফ্রান্সিস ডি সেলস মেজর সেমিনারিতে দর্শন নিয়ে পড়াশোনা করেন।

পরে তিনি স্পেনের ইউনিভার্সিটি ডি নাভারা থেকে পবিত্র ধর্মতত্ত্বে লাইসেন্স এবং রোমের পন্টিফিক্যাল ইউনিভার্সিটি অফ দ্য হলি ক্রস থেকে মণ্ডলীর ইতিহাসে লাইসেন্স ডিগ্রি অর্জন করেন।

১৯৯৫ সালের ১৩ মার্চ তাকে লিপার আর্চডায়োসিসের পুরোহিত নিযুক্ত করা হয়। 

এরপর, তিনি এক বছর বাটাঙ্গাসের বাউয়ানে ইম্যাকুলেট কনসেপশন প্যারিশের ভিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিন বছরের জন্য সেন্ট ফ্রান্সিস ডি সেলস মেজর সেমিনারিতে অধ্যাপক হিসেবে একাডেমিক ভূমিকায় রূপান্তরিত হন। 

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত, তিনি সেন্ট ফ্রান্সিস থিওলজিক্যাল সেমিনারিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ২০১৩ সাল পর্যন্ত রেক্টর নিযুক্ত হওয়ার আগে তিনি উপাচার্য, অধ্যাপক, শিক্ষাবিদ এবং স্টাডিজের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

বিশপ হওয়ার আগে, তিনি বাতাঙ্গাসের আলিটাগটাগে ইনভেনসিওন দে লা সান্তা ক্রুজ প্যারিশের যাজক এবং ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত লিপার আর্চডায়োসিসের পুরোহিত পরিষদের সদস্য ছিলেন।

বিশপ মারালিত ৩১ ডিসেম্বর, ২০১৪ তারিখে পোপ ফ্রান্সিস কর্তৃক নিযুক্ত হওয়ার পর ফিলিপাইনের বোয়াকের বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। 

পোপ ফ্রান্সিস তাকে ২১শে সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সান পাবলো ডায়োসিসের নতুন বিশপ হিসেবে নিযুক্ত করেছেন। তিনি ২১শে নভেম্বর, ২০২৪ তারিখে অভিষিক্ত হন। আরভিএ – ইংরেজি ওয়েবসাইট থেকে আনবু সেল্ভামের প্রতিবেদন থেকে অনুলিখনে চন্দনা রোজারিও।

Tags