কলকাতা আর্চবিশপ হাউসে বড়দিনের সর্বজনীন প্রীতিসম্মেলন
গত ২৮ ডিসেম্বর ২০২৪ ,কলকাতার আর্চবিশপ হাউসে সর্ব ধর্মসমন্বয়ের বড়দিনের প্রীতিসম্মেলন অনুষ্ঠিত হল। আয়োজক কলকাতা আর্চডাওসিস।সর্ব ধর্মসমন্বয় কমিটির সদস্য ছাড়াও মহা ধর্মপ্রদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, অতিথিবৃন্দ, প্রশাসনিক ও বৈদেশিক কূটনৈতিক ব্যক্তিগত উপস্থিত ছিলেন।
বিকাল ৪ টে নাগাদ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন মাননীয় আর্চবিশপ থমাস ডি'সুজা। বাইবেলের একটি সংক্ষিপ্ত পাঠ ও প্রার্থনা দিয়ে তিনি বড়দিনের সন্ধ্যার অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এরপর প্রথাগত বড়দিনের ক্রিসমাস ক্যারল সমবেত ভাবে পরিবেশন করেন ভিকার জেনারেল ফঃ ডমিনিক ও তাঁর দল। অতিথিবর্গকেও তিনি এই গান পরিবেশনে আহ্বান জানান। যার ফলে বড়দিনের গানে আনন্দ পরিবেশনের একটা পরিবেশ নিমেষে যেন তৈরি হয়ে যায়।
এরপর অতিথিদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ দেন বিশপ থমাস ডি'সুজা। বার্তায় তিনি বলেন ,"বড়দিনের প্রকৃত অর্থ হল, শান্তি,আনন্দ ও ভালবাসা। ভালবাসাই আমাদের সেবার পথে চালিত করে"।
এই প্রসঙ্গে প্রভিডেন্স স্কুলের শিক্ষার্থীদের একটি সুন্দর স্কিট পরিবেশন ও সমবেত নৃত্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
পরে পরেই বড়দিনের গীতিনাট্য ও শেষে কলকাতা খ্রিস্টান কয়ারের সংগীত পরিবেশন দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়।
ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রদ্ধেয় ফঃ রুডল্ফ। শেষে সকলের জন্য জলযোগের আয়োজন করেন ফঃ রানা । উষ্ণ চা-কফির পেয়ালায় চুমুক দিতে দিতে পরস্পর আলাপচারিতা, ফোটো সেশন সব মিলিয়ে এক আনন্দ ঘন স্বর্ণালি সন্ধ্যার চিত্র ফুটে উঠেছিল বিশপ হাউসের। প্রতিবেদন – চন্দনা রোজারিও।