ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী স্কুল এ্যান্ড কলেজে হামলা
গত ২৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, পুরানো ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী স্কুল এ্যান্ড কলেজে আনুমানিক বিকাল ৫:০০ ঘটিকায় বহিরাগত কিছু উশৃঙ্খল যুবক নিরাপত্তা বেস্টনী অতিক্রম করে প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও লুটপাট করে।
উল্লেখ্য দুপুর ২ ঘটিকা সময় প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ হওয়ার পরে সল্প সংখ্যক কর্মচারী , অফিস ষ্টাফ, ও ব্রাদার গণ প্রতিষ্ঠানের অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জনা যায়, ডেঙ্গুজ্বরে আক্রন্ত এক শিক্ষার্থী চিকিৎসারত অবস্থায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীবাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে।
এ ঘটনার সুযোগে কিছু উচ্ছৃঙ্খল যুবক বিকেল ৫টায় সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় বাধা দিতে গেলে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী নাজমুল হক ও সুমন গমেজকে পিটিয়ে গুরুতর আহত করে।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান ফটক টপকে শতাধিক যুবক ভিতরে প্রবেশ করে এবং ফটকে দায়িত্বে থাকা দুজন কর্মচারীকে তারা ব্যাপক ভাবে আহত করে।
পাচঁতলা ভবন বিশিষ্ট প্রতিষ্ঠানটির তৃতীয়তলা পযর্ন্ত তারা বেশির ভাগ শ্রেণী কক্ষের ভিতরের কাচের সকল জানালা, ভেঙ্গে ফেলে এবং শিক্ষকদের অফিসের প্রয়োজনীয় কাগজপত্র তারা বিনষ্ট করে ফেলে এমনকি কাজগপত্রে অগ্নি সংযোগ করার চেষ্ঠা করে এবং সিসি ক্যামেরা গুলো নষ্ট করে ফেলে ।
বিশেষভাবে অধ্যক্ষের কক্ষ, ডিসিপ্লিন কমিটি কক্ষ, শিক্ষকদের মিলনায়তন ও কয়েকটি অফিস সহ শ্রেনীকক্ষের ভাঙচুর করে। এছাড়া ককটেল ফাটিয়ে তারা সকলকে আতঙ্কের সৃষ্টি করে।
অর্তকিত এই হামলায় প্রতিষ্ঠানে অবস্থানরত ব্রাদারগণ ও কর্মচারীবৃন্দ আতঙ্কিত হয়ে পরে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রনে নিয়ে আসেন ।
উল্লেখ্য , ১৮৮২ খ্রিষ্টাব্দে আমেরিকান মিশনারীদের দ্বারা পরিচালিত স্বনাম ধন্য এই প্রতিষ্ঠানটি সঁগৌরবে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। ইতিহাসের পাতায় সাক্ষী আছে যে ১৯৫৩ খ্রিষ্টাব্দে এখান থেকেই নটর ডেম কলেজের জন্ম হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে পাঁচজন ব্রাদার নিয়োজিত রয়েছেন ।
বর্তমান অধ্যক্ষ ব্রাদার প্লাসিড রিবেরু সিএসসি এই বর্তমান অবস্থায় সকলের সার্বিক সহোযোগিতা কামনা করছেন। - আর ভি এ নিউজ ।