ডায়শেসন ক্যাটেকেটিক্যাল সেন্টারের পরিচালক বৃন্দের সভা রায়গঞ্জে

ডায়শেসন ক্যাটেকেটিক্যাল সেন্টারের পরিচালক বৃন্দ

গত ১০ ই এপ্রিল পশ্চিমবঙ্গের রায়গঞ্জে, ডায়শেসন ক্যাটেকেটিক্যাল সেন্টারের পরিচালক  বৃন্দের প্রাদেশিক সভা  অনুষ্ঠিত  হল।

পশ্চিম বঙ্গের আটটি ধর্মপ্রদেশের  ক্যাটেকেটিক্যাল সেন্টারের ডিরেক্টার তথা পরিচালকগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।রায়গঞ্জের মাননীয় বিশপ ফুলজেন্স টিগ্গা সভায় সভাপতিত্ব করেন।অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ফঃ নিউটন মুর্মু,কলকাতা মহা ধর্মপ্রদেশের ফঃ কমল কিশোর সোরেন,দার্জিলিং ধর্মপ্রদেশের ফঃ লাবর্ণ লেপ্চা,বাগডোগড়ার ফঃম্যাথিয়াসটোপ্পো,জলপাইগুঁড়ির ফঃ ইগ্নাসিয়াস টোপ্পো,বারুইপুর ধর্মপ্রদেশের ফঃ গৌতম নস্কর,রায়গঞ্জের  ফিলোমন মুর্মু ও ফঃ রাফায়েল।

 যীশুখ্রীষ্টের মহা পুনরুত্থান উৎসবের পরে রায়গঞ্জে এটি ছিল একটি  সৌজন্য মূলক সাক্ষাৎকার ভিত্তিক সভা যেখানে পরস্পর হাল্কা আলাপচারিতার মাধ্যমে  একে অন্যের সাথে পরিচিত হন। আগামী দিনের কর্ম প্রকল্প নিয়ে আলাপ আলোচনা করেন।পরবর্তী  কী পদক্ষেপ  নেওয়া হবে  বা সভা

কোথায় হতে পারে তার খসরা প্রস্তুত করেন।

পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে  অনুষ্ঠানের সূচনা হয়।পৌরহিত্য করেন বিশপ ফুলজেন্স টিগ্গা।

উপদেশে বিশপ টিগ্গা বলেন,"পুনরুত্থিত খ্রীষ্টের অনির্বান জ্যোতি  আমাদের পথ দেখাক ও যাতে খ্রীষ্ট বিশ্বাসের সেই আলো প্রতিটি শিশু মনে আমরা জ্বেলে দিতে পারি।" প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags