কলকাতা আর্চবিশপ হাউসে পুরোহিত রিকালেক্সন দিবস
২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দে, কলকাতা আর্চ বিশপ হাউসে ডায়াসিসের পুরোহিতবর্গের মাসিক সম্মিলিত প্রার্থনা তথা রিকালেক্সন দিবস অনুষ্ঠিত হল।
কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ২৪ পরগনা প্রতিটি ডিনারী থেকে প্রায় চল্লিশ জন পুরোহিত এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছিল।
সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত এই অনুষ্ঠান আয়োজিত হয়। পবিত্র সাক্রামেন্ট বেদীতে স্থাপন করে দিনের অনুষ্ঠান সূচনা করেন মাননীয় ধর্মপাল থমাস 'ডি সুজা।
বাণীপাঠ, আরাধনা,গান, প্রার্থনা, পাপস্বীকার, উপদেশ ও নীরব ধ্যান দিয়ে তপস্যাকালীন প্রস্তুতি পর্ব শুরু করেন পুরোহিতগণ।
অধিবেশন পরিচালনা করেন ফঃ সাম থমাস ভিসি, ইমায়ুস রিট্রিট সেন্টারের পরিচালক। তাঁর বাণীর মূল বিষয় হল ঈশ্বরের পথে চলা।
তিনি বলেন,"তপস্যা কালে আমাদের আরো বেশী করে ঈশ্বরের কাছে আসতে হবে। তাঁর সঙ্গে গভীর ভাবে যুক্ত থাকতে হবে"।
ডায়াসিসের তপস্যাকালীন পুরোহিত বর্গের আধ্যাত্মিক প্রস্তুতির এই প্রয়াস নিজেদের শুচি শুদ্ধ করার সুযোগ বলে অংশগ্রহণকারী পুরোহিতগণ জানান। প্রতিবেদন – চন্দনা রোজারিও।