“পাবার চেয়ে দেওয়ার মাঝেই আনন্দ বেশি | অনুচিন্তন - আজকের ভাবনা

সম্প্রতি একটি ক্ষুদ্র জ্যোর্তিময়, হলুদ বর্ণের হাত ব্যাগ, সুচের ছিদ্রের ভিতর দিয়ে যেতে পারে একটি ছোট লবন দানার মতো যা অনলাইন নিলামে ৬৩,০০০ ডলারে বিক্রি হয়। এটা মানুষের চোখে ব্যবহার করার একটি ফ্যাশন সামগ্রি যা অভিজাত শ্রেণির কাছে সর্বশেষ অন্ধ আকর্ষণে পরিনত হয়েছে।


একজন ব্যক্তির প্রকৃত সুখ নির্ভর করে না পার্থিব সম্পদ সঞ্চয়ের উপর কিন্তু অন্যের সঙ্গে সম্পদ ও ভালবাসা সহভাগিতা করার উপর।

যিশু বলেন, “পাবার চেয়ে দেওয়ার মাঝেই আনন্দ বেশি।” আসুন আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে সহমর্মিতা,ভালবাসা, দয়া ও বোঝাপড়া থাকবে।