রবিবারের ভক্তিগীতির আসর
ভক্তিমূলক গান আমাদের আধ্যাত্মিক বা ধর্মীয় অনুভূতি, ভক্তি ও অনুরাগ প্রকাশ করে। এই গানগুলো উপাসনা, প্রার্থনা বা ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে গাওয়া হয় এবং ঐশ্বরিক সত্তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে থাকে। ভক্তিমূলক গানগুলো ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপন করতে এবং আধ্যাত্মিক পথে চালিত করতে সাহায্য করে। আসুন শুনি ভক্তিগীতির অনুষ্ঠান।
ভক্তিগীতি পরিবেশন করছেন সেণ্ট প্যাট্রিক গির্জা থেকে কয়ারের সদস্য ও সদস্যা বৃন্দ।