দক্ষিণ ২৪ পরগনার জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম বাকেশ্বর। আর পাঁচটা গ্রামের মতোই মাঠঘাট পুকুর আর আছে একটা ছোট্ট গির্জা ঘর। তবে গ্রামটি ছোট হলেও এই গ্রামেই নেওয়া হল এক বিশেষ উদ্যোগ সে বিষয়ে আলোকপাত করবো আজকের রকমারি অনুষ্ঠানে।
আজকের পাঠটি নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার ১:৬-৮,১৯-২৮ পদ থেকে। আজকে মঙ্গল সমাচার পাঠ ও ব্যাখ্যা করছেন শ্রদ্ধেয় ফাদার ফা. মুকুল মন্ডল সি. এস. এস.
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘আমাদিগকে যদি কেহ বাঙালি বলিয়া অবহেলা করে আমরা বলিব, রামমোহন রায় বাঙালি ছিলেন’। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ। মূলত তাঁর হাত ধরেই ভারতের রেনেসাঁসের যাত্রা।
সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার ১৩:৩৩-৩৭ পদ থেকে আজকের মঙ্গলসমাচার পাঠ ও তার ব্যাখ্যা করছেন সাধু প্যাট্রিক'স গির্জা, দমদম, এর সহকারী পুরোহিত ফাদার মাইকেল দেবব্রত মুখা।