সংবাদ পোপ ফ্রান্সিস: পাল-পুরোহিতদের অনুরোধ জানিয়েছেন খ্রিস্টভক্তদের মধ্যে পবিত্র আত্মার দেওয়া দানকে সম্মান করার জন্য পোপ ফ্রান্সিস বলেন, “আমরা কখনোও সিনোডাল এবং প্রেরণকর্মী হয়ে উঠতে পারবো না, যদি দীক্ষিত হয়ে একই উদ্দেশ্যে মঙ্গলবার্তা প্রচার না করি।”
বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো শিক্ষা-সাহিত্য, বিজ্ঞানমেলা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা