সংবাদ চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান তিনি একজন ব্রতধারিণী হয়েও চার দেয়ালের মধ্যে বন্দী না থেকে বৃহৎ কাজের নিমিত্তে নারীদের উন্নতির লক্ষ্যে ১৯৬৮ খ্রিষ্টাব্দে তেজগাঁয়ের জাগরণী হ্যান্ডিক্রাফট সেন্টার গড়ে তুলেন।
লক্ষ্মীবাজার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পার্লার এবং বিভিন্ন জায়গায় কর্মরত ভাই-বোনদের জন্য আগমনকালীন নির্জনধ্যান