সংবাদ বান্দুরা সেমিনারীর প্রতিপালিকা ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার পর্ব উদযাপন এই পর্বকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত এবং স্থানীয় প্রায় ১৩০০ ( এক হাজার তিন শত ) খ্রিষ্ট ভক্ত জনগণ সহ বেশ কয়েক জন ব্রাদার, সিস্টার পর্বীয় এ খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন।
লক্ষ্মীবাজার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পার্লার এবং বিভিন্ন জায়গায় কর্মরত ভাই-বোনদের জন্য আগমনকালীন নির্জনধ্যান