সংবাদ ক্রুশের প্রতি ভক্তি, আশির্বাদ এবং নীরব প্রার্থনায় রাজশাহী ধর্মপ্রদেশের যুবাদের হাতে বিশ্ব যুবা ক্রুশ বিশ্ব যুব ক্রুশ, জুবিলী ক্রুশ নামেও পরিচিত। এই ক্রুশ ১৯৮৪ খ্রিস্টাব্দে সাধু পোপ দ্বিতীয় জন পল বিশ্ব যুবাদের হাতে তুলে দেন; যা এখন বিশ্ব যুব দিবসে ব্যবহার করা হচ্ছে।