ডিকন প্রশান্ত হেম্ব্রমের যাজকীয় অভিষেক অনুষ্ঠান
ডিকন প্রশান্ত হেম্ব্রমের যাজকীয় অভিষেক অনুষ্ঠানটি সরাসরি প্রচার হয় আমাদের facebook Page এ আজ (৩০ এপ্রিল ২০২৫) সকাল ১০:৩০।
যাজকীয় অভিষেক খ্রিস্টযাগটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে কলকাতার ফাতেমা গির্জা থেকে। মিশা উৎসর্গ করেন কলকাতা মহাধর্মপ্রদেশের মহাধর্মপাল টমাস ডি'সুজা।
অনুষ্ঠানটি ধারণে তেরেজা রোজারিও এবং অতনু দাস। সহযোগিতায় চন্দনা রোজারিও এবং ফাতেমা গির্জার পুরোহিত গণ।