বাঁশদ্রোনি শান্তি রাণী গির্জায় তপস্যাকালীন ক্যারিসমেটিক নির্জন ধ্যান

বাঁশদ্রোনি শান্তি রাণী গির্জায় তপস্যাকালীন ক্যারিসমেটিক নির্জন ধ্যান

গত ২২ও২৩ মার্চ টালিগঞ্জ  শান্তি রাণী গির্জায় দুইদিন  ব্যাপী তপস্যাকালীন ক্যারিসমেটিক নির্জন ধ্যানের আয়োজন করা হয়।

বিপুল উৎসাহ নিয়ে ভক্তমন্ডলী এই প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন। বাংলা,হিন্দি ও ইংরাজি এই তিন মিশ্র ভাষায়

অনুষ্ঠান পরিবেশন  হওয়ায় ভক্তদের  মধ্যে বিপুল উৎসাহ  দেখা যাচ্ছিল। সক্রিয় ভাবে  গান  প্রার্থনায় অংশগ্রহণ করছিল। 

নির্জন ধ্যান ও প্রার্থনার মাধ্যমে রোগ ,ব্যাধি নিরাময়ের  অধিবেশন  পরিচালনা করছিলেন  শ্রদ্ধেয় ফাদার  পেপিন ও তাঁর  দল।  গান,ভজন, মালা জপ,ঐশ বাণী ঘোষণা,সরল ব্যাখ্যার  মধ্য দিয়েই সারাক্ষণ  ভক্তদের  উজ্জীবিত  করে রাখার  প্রয়াস  খুব সুন্দর। 

সংসারের  নানা ব্যস্ততার মাঝেও  তপস্যাকালে আধ্যাত্মিক  প্রস্তুতির  একটা সুযোগ করে দেয়ার ভাবনা পাল পুরোহিতের  হলেও  ভক্তমন্ডলীর  সতস্ফূর্ত সাড়া  দেওয়া বা যোগদান  ঈশ্বরের  বিশেষ  অনুগ্রহ। 

বিশেষ  ভাবে পাপ স্বীকার  সংস্কারের  গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভক্তদের আত্মশুদ্ধিতে অনুপ্রাণিত  করার আহ্বান  খুব সুন্দর। 

সমাবেশের  বিভিন্ন  অধিবেশন বিভিন্ন  পুরোহিত  নিলেও মূল সুর  ছিল  আত্ম সমর্পণ, ঈশ্বরের  প্রশংসা কীর্তন। সাক্ষ্য দান।

খ্রীষ্টযাগ, আরাধনা,উপদেশ  যেমন  আধ্যাত্মিক  ক্ষুধা নিবারণ করছিল পাশাপাশি চা,জলযোগ ও মধ্যাহ্ন ভোজের আয়োজনে শারীরিক  রসনার ব্যবস্থাও ছিল।