ফরিদপুর কোয়াজি-ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল প্রার্থনা বর্ষ বিষয়ক সেমিনার
গত ১২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, বরিশাল ধর্মপ্রদেশের পরিবার ও জীবন বিষয়ক কমিশনের সহযোগিতায় ফরিদপুর কোয়াজি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল প্রার্থনা বর্ষ বিষয়ক সেমিনার।
পুণ্য পিতা পোপ ফ্রান্সিস জুবিলী বষের্র প্রস্তুতি উপলক্ষ্যে ২০২৪ খ্রিস্টবর্ষকে “প্রার্থনা বর্ষ” রূপে ঘোষণা করেছেন। আর এই উপলক্ষ্যে ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রায় ৮০ জন অংশগ্রহণকারী অংশগ্রহন করে।
ফাদার ডেভিড ঘরামী “জুবিলী বর্ষের তাৎপর্য ও গুরুত্ব, মণ্ডলীর শিক্ষা এই সব বিষয় নিয়ে সহভাগিতা করেন। অন্যদিকে সিষ্টার অঞ্জলী এলএইচসি, মা-মারীয়ার বাধ্যতা, বিনম্রতা এবং ঈশ্বরের কথায় ‘রাজি হওয়া’এবং মা-মারীয়ার দর্শনগুলো নিয়ে সহভাগিতা করেন।
এই সেমিনারে পরিবার ও জীবন বিষয়ক কমিশনের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সিষ্টার পুস্প ক্রুশ এলএইচসি, সেক্রেটারী, পরিবার কমিশন, সিষ্টার শিউলী, এসএমআরএ, মি. মিন্টু বৈদ্য এবং মি. ফিলিপ সমদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন। - সিষ্টার পুস্প ক্রুশ এলএইচসি