ঢাকার মটসে অনুষ্ঠিত হলো ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২২তম ব্যাচের নবীনবরণ

মটসে অনুষ্ঠিত হলো ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২২তম ব্যাচের নবীনবরণ

গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দঢাকার মটস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২২তম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

কারিগরি শিক্ষার ক্ষেত্রে মটস এর পথচলায় ২০০৪ খ্রিস্টাব্দে যুক্ত হয়েছিল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম। যার ধারাবাহিকতায় মটসে ২২তম ব্যাচের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) যাত্রা শুরু হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা) মোহাম্মদ আবুল শাহিন কাওছার সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা শিক্ষাক্রমের কারিকুলাম সম্পর্কে আলোচনা করেন।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের তিনি দক্ষ জনশক্তি হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফল লাভের জন্য শুরু থেকেই পর্বের সময়সীমা মাথায় রেখে নিয়মিত পড়াশুনা করার পরামর্শ দেন। সেই সাথে শিক্ষার্থীদের মানবিক গুনাবলি উন্নয়নের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

এছাড়াও তিনি কারিগরি শিক্ষাব্যবস্থা উন্নয়নে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের উপর আলোকপাত করেন।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল করিম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিঃ। তিনি নবাগত শিক্ষার্থীদের সর্বপ্রথম একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “একজন ভালো মানুষ চাইলে একজন ভালো ছাত্র হতে পারে, একজন ভালো কর্মী হতে পারে অথবা একজন ভালো নেতা হতে পারে। এর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কারিগরি অঙ্গনে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার আহ্বান জানান।”

মটসে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহনকারীগণ

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালমনাই  এসোসিয়েশনের সভাপতি মোঃ আশফাক হোসেন আকন্দ। তিনি শিক্ষার্থীদের ১ম পর্ব থেকেই একনিষ্ঠভাবে পড়াশুনায় মনোনিবেশের জন্য পরামর্শ দেন; যাতে ৪ বছর পরে একটি ভালো ফলাফল নিয়ে তারা উত্তীর্ণ হতে পারে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. জেমস্ গোমেজ, অধ্যক্ষ ও পরিচালক, মট্স। তিনি নবীন শিক্ষার্থীদের মটস পরিবারে স্বাগত ও অভিনন্দন জানান এবং যথাযথ নিয়ম মেনে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।  

সেই সাথে সকল অতিথিবর্গ এবং অভিভাবকগনের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২২তম ব্যাচ এর অটোমোবাইল, সিভিল, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনোলজির মোট ২৮৮ জন নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন মট্স’র প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক ও উপাধ্যক্ষ, মট্স’র ব্যবস্থাপকবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, অফিস সংশ্লিষ্ট কর্মীগণ ও প্রশিক্ষক ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্নীল সাংস্কৃতিক আয়োজন উক্ত আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে।

শিক্ষার্থীরা অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে রবীন্দ্র সংগীত, দেশাত্ববোধক গান ও লোক নৃত্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের নিয়মকানুন সম্পর্কে অবগত করা হয় এবং তাদের পথচলা সুন্দর ও মসৃণ হওয়ার প্রত্যাশা ও শুভকামনা রেখে অনুষ্ঠান শেষ করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ মট্স’র বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। - আরভিএ সংবাদ