বারুইপুর ধর্মপ্রদেশের বিশপ শ্যামল বোসের জন্ম জয়ন্তী উদযাপন

গত ২৪ মার্চ ২০২৫, তারিখ সন্ধ্যায় বারুইপুর ধর্মপ্রদেশের 'দিশারীতে' মাননীয় বিশপ শ্যামল বোসের ৬৪ তম জন্মদিন মহা সমারোহে পালন করা হয়।
সকাল থেকেই চিরাচরিত ভাবে বিশপ হাউসে শুভ জন্মদিনের শুভেচ্ছার ডালি নিয়ে ধর্মপ্রদেশের অনুরাগী ভক্ত ও সুধীবৃন্দের আনাগোনা চলতে থাকলেও দিশারীতে আয়োজিত অনুষ্ঠান মালা ছিল ভিন্ন স্বাদের।
সন্ধ্যা ৭ ঘটনায় মূল অনুষ্ঠান শুরু হয়।বিশপ হাউসের পুরোহিত বর্গ ফাদার রাজেন ও সহযোগী বৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রার্থনা ও সম্মাননার মোড়কে শুভেচ্ছা বিনিময় জন্মদিনের অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেছিল।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ধর্মপ্রদেশের বিভিন্ন প্যারিশ ও প্রতিষ্ঠানের প্রধান ছাড়াও নিকট আত্মীয় পরিজন ও ব্যারাকপুর মর্ণিংস্টার কলেজের বিশিষ্ট প্রফেসর পুরোহিত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ভিকার জেনারেল ফাদার কনৌজ সকলকে সাদর অভ্যর্থনা জানিয়ে দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন। এরপরই উদ্বোধনী প্রার্থনা নৃত্য পরিবেশন করে হোলি ক্রশের ক্যান্ডিডেট গণ।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ফাদার সেবাস্টিয়ান রড্রিক্স, মর্ণিংস্টার কলেজের প্রফেসর। বিশপ মহোদয়ের স্বর্গীয় পিতা-মাতা, প্রিয়জনের জন্য প্রার্থনা করেন মর্ণিংস্টারের রেক্টর। ধর্মপ্রদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সেমিনারির প্রধান ও বন্ধুবান্ধবদের জন্য প্রার্থনা করেন ফাদার অলক কাঁজি ।সিঃ সাস্মিতা পারিচা নিকট আত্মীয় পরিজন দের জন্য বিশেষ প্রার্থনা রাখেন।
বিশপ মহোদয়ের সু স্বাস্থ্য কামনা করেন ফাদার হিমাংসু পতি।শেষে সিঃ মার্থা বিশপ ও তাঁর মন্ত্রণালয়ের জন্য বিশেষ প্রার্থনা করেন।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশপ শ্যামলের পুরোহিত জীবনের ইতিবৃত্ত তুলে ধরেন ফাদার সরোজিৎ ।
পুরোহিত জীবন থেকে বিশপ পদে উত্তরণের কাহিনী ও পাঁচটি বছর পূর্তি বিশ্লেষণ করেন প্রাক্তন বিশপ সালভাদোর লোবো।
কাছাড়িবাজারের এম সি সিস্টার গণ গানের মাধ্যমে শুভেচ্ছা জানান। এরপর কেক কেটে জন্মদিনের আনন্দ পর্ব শুরু হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাদার তুষার অগস্টিন গোমেস।
নৈশভোজের আগে বিশপ মহোদয় আয়োজক ও উপস্থিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান ও বিশেষ আশীর্বাদ প্রদান করেন।
প্রতিবেদন চন্দনা রোজারিও