উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল পবিত্র শিশুমঙ্গল দিবস

গত ১৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএসের আয়োজনে উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।
এই বছর পবিত্র শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিল, “শিশুরা আশার প্রেরণকর্মী”। এই শিশুমঙ্গল দিবসে ফাদার-সিস্টার, শিশু এনিমেটরসহ অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো প্রায় ৩০০জন।
খ্রিস্টযাগের উপদেশে বাণীতে ফাদার পিউস গমেজ বলেন, “আজকের শিশুরাই মণ্ডলীর আগামীদিনের প্রেরণকর্মী হবে, তাই শিশুদের ভালো গঠন প্রদান এবং প্রত্যেককেই শিশুদের প্রতি দায়িত্বশীল হতে হবে।”
“যিশু প্রত্যেক শিশুকেই অনেক ভালোবাসেন। পিতামাতা, শিক্ষক মণ্ডলী, ফাদার, সিস্টার, ও এনিমেটরগণ হলেন শিশুদের জন্য যিশুর প্রতিনিধি তাই তারা যা বলেন প্রত্যেক শিশুকেই সেটা পালন করতে হয়”, বলেন ফাদার গমেজ।

পবিত্র শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণকারী তমা হাঁসদা বলেন, “আজকে আমার অনেক ভালো লেগেছে কারণ আমি অনেক আনন্দ করেছি এবং বাইবেল কুইজ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।”
অংশগ্রহনকারী একজন শিশু এনিমেটর বলেন,“শিশুরা যেহেতু যিশুর কাছের মানুষ তাই তাদের আধ্যাত্নিক যত্নে আমাদের বেড়ে তুলতে হবে।”
দিনব্যাপী এই অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ছিলো আনন্দ র্যালী, পবিত্র খ্রিস্টযাগ, বাইবেল ভিত্তিক নাটিকা প্রতিযোগীতা ও বাইবেল কুইজ প্রতিযোগিতা। - ফাদার শেখর ফ্রান্সিস কস্তা