ঠাকুরপুকুর পবিত্র হৃদয় উপাসনালয়ঃ তপস্যাকালীন শোভাযাত্রা

ঠাকুরপুকুর পবিত্র হৃদয় গির্জায় তপস্যাকালীন শোভাযাত্রা

গত ২৩ শে মার্চ ২০২৫, ঠাকুরপুকুর পবিত্র হৃদয়  উপাসনালয়ের গির্জা প্রাঙ্গনে বেলা ২টা ৩০মিনিটে শোভাযাত্রা সহকারে ক্রুশের পথ শুরু হয়লোরেটো সেন্ট ভিনসেন্ট স্কুল থেকে শোভাযাত্রা শুরু হয়ে গির্জা প্রাঙ্গনে প্রবেশ  করে।

তপস্যাকালীন  এই শোভাযাত্রার মূল  বিষয় ছিল, " ক্রুশের পথে যীশুখ্রিষ্ট ও মা মারিয়ার  সাক্ষাৎকার"। ক্রুশের পথের  অনুষ্ঠান ইংরাজি, হিন্দি ও বাংলা ভাষায় হলেও  মূল অনুষ্ঠান  পরিচালনা করছিলেন  ফঃ প্রদীপ মণ্ডল সিএসএসআর।

মূর্তি নিয়ে কালভেরির পথে মা মারিয়া ও যীশুর  বেদনাদায়ক সেই প্রতীকী ঘটনা স্মরণ করার যে উন্মাদনা ভক্তমন্ডলীর  মধ্যে দেখা যাচ্ছিল তা সত্যিই বিরল।  ক্রুশের  পথ শেষ  হতেই  সকলে সুশৃঙ্খল  ভাবে  গির্জার  ভিতরে প্রবেশ করে ও মহা খ্রীষ্টযাগ  শুরু  হয়

খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার  জর্জ অ্যারাকাল, খ্যাতনামা ভিনসেন্টিয়ান পুরোহিত ও সহযোগিতা করেন  পাল পুরোহিত ফাদার  সান্থানাম।

উপদেশে ফাদার  জর্জ  খ্রীষ্ট ভক্তদের  বিশেষ ভাবে ঈশ্বরের  সাথে সংযুক্ত  থাকার  পরামর্শ দেন তপস্যাকালে  আমাদের  বিশেষ  প্রার্থনা, উপবাস, আরাধনা, দান -ধ্যানের মধ্য দিয়ে ঈশ্বরের  সাথে লিঙ্ক টা সুদৃঢ় করতে হবে, একে অপরের  জন্য  প্রার্থনা করতে হবে তবেই  প্রার্থনার  আসল ফল দেখতে পাব।

খ্রীষ্টযাগের  শেষ পর্বে তিনি তিন দিন  ব্যাপী  নির্জন ধ্যানে যোগ দান কারী হাজার  হাজার খ্রীষ্ট বিশ্বাসীদের প্রার্থনায় জটিল  রোগ নিরাময়ের, আশা আকাঙ্ক্ষার পূর্ণতা প্রাপ্তি, সাক্ষ্য দান প্রভৃতি বিষয়ে গভীর  বিশ্বাস, উৎসাহ, উদ্দীপনার  জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন  ও তাদের  নিয়ে আসা, নিরাময়  সামগ্রী যথা লবন, জল, তেল, জপমালা, বাইবেল, ক্রশ, মেডেল  বিশেষ  ভাবে আশীর্বাদ করেন।

ক্যারিসমেটিক  প্রার্থনার গভীর বিশ্বাস ও কয়ারের সংগীত পরিবেশন  সব  মিলিয়ে এক পবিত্র সুন্দর  মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিল ।

খ্রীষ্টযাগের  শেষে সকলের জন্য  চা ও জলযোগের  ব্যাবস্থা করা হয়েছিল।

প্রতিবেদন - চন্দনা রোজারিও