মহৎ জীবন

মহৎ জীবন
আজকের মহৎ জীবন অনুষ্ঠানের শুনবো এমন একজন পুরোহিতের জীবনী, যিনি ধর্মকে জীবনের আনন্দ, সমাজের উন্নতি ও মানবতার বিকাশের সঙ্গে একত্রিত করেছিলেন। তিনি ধর্মশিক্ষায় আধুনিকতার দিগন্ত উন্মোচন করেন আর সমাজে দরিদ্রদের উন্নয়নে ভালোবাসার স্পর্শ ছড়িয়ে দেন।
আজও তাঁর জীবন ও কর্ম আমাদের মনে করিয়ে দেয়  — “বিশ্বাস যদি কর্মে প্রকাশ না পায়, তবে তা কখনোই পূর্ণ নয়।”