হজম করতে সমস্যা যখন টক জাতীয় ফলে – চেতনা
ফল আমাদের শরীরের জন্য খাওয়া খুব ভালো। সব ফলই খাওয়া ভালো। তবে কারোর কারোর ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দেয় টক জাতীয় ফল খেলে। আমাদের মধ্যে কারোর হয়তো লেবু জাতীয় ফল বিশেষ করে পাতিলেবু খেলে হজমের সমস্যা দেখা দেয়। আবার কারোর ক্ষেত্রে হয়তো তেঁতুল খেলে হজমের সমস্যা হয়ে থাকে।
আসুন এই চেতনার আসরে জানি টক জাতীয় ফলে সমস্যা কেন হয় এবং সেক্ষেত্রে আমাদের কি করা উচিৎ।