কোমল পানীয় পান করা আমাদের শরীরের জন্য কি ভালো? - চেতনা

প্রখর গরমে মনে হয় আমাদের শরীর জুড়াতে পারে একমাত্র বোতলবন্দী ঠাণ্ডা কোমল পানীয়।  লোভের বশবর্তী হয়ে একটু বেশি খাওয়া হয়ে গেলে শরীর যখন কিরকম আয়িঢাই করছে তখন মনে আসে এক বোতল ঠাণ্ডা কোমল পানীয় পান করতে পারলে শরীরের অস্বস্তি কমে যেতো। অলসভাবে যখন বসে থাকা হয় মন চলে যায় কিছু টুকিটাকি খাবারের সাথে কোমল পানীয় পান করার দিকে। কিংবা কারোর বাড়িতে গেলে বেশীরভাগ ক্ষেত্রে প্রথমেই আপ্যায়ন করা হয়ে থাকে কোমল পানীয় হাতে ধরিয়ে দিয়ে। যখন যে অবস্থাতেই কোমল পানীয় আমরা পান করি না কেন তা যেন আমাদের শরীরকে বেশ শীতল করে, আনে একটা চনমনে ভাব। আর তাই অনেকের ক্ষেত্রে ঘনঘন পান করা পড়ে যায় কোমল পানীয়।  

কোমল পানীয় পান করা আমাদের শরীরের জন্য কি ভালো? আসুন আজ এই চেতনার আসরে আমরা সেই বিষয়ে জানি।

এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে, সেই ভালো লাগার কথা এবং এই বিষয়ে আপনার কোনও নিজস্ব অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে জানাবেন। আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই প্রসঙ্গে ধারণা লাভ করতে পারেন।

Tags