বিজ্ঞান জগত
বর্তমানে চলছে চৈত্র মাস। আর কিছু দিন পরেই বৈশাখ মাস। আর এই চৈত্র এবং বৈশাখ মাসগুলোতে বিকেল হতে না হতেই বা সন্ধ্যার পর পর আকাশ একদম কালো করে প্রচণ্ড ঝড় সঙ্গে বৃষ্টিও হয়ে থাকে দুই বাংলার দক্ষিণ প্রান্তে। আমরা বলে থাকি কালবৈশাখীর ঝড়। কেন শুধুমাত্র এই চৈত্রের এবং বৈশাখের মাসগুলোতে এই কালবৈশাখী ঝড় হয়ে থাকে এই অঞ্চলগুলোতে?
বন্ধুরা, চৈত্র এবং বৈশাখ মাসগুলোতে কালবৈশাখী হয় কেন তা জানতে হলে বিজ্ঞান জগতের এই অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে।
আশা করি অনুষ্ঠানটি দেখে এবং শুনে আপনাদের ভালো লেগেছে। আশা করবো এই অনুষ্ঠানটি অবশ্যই Like, Comment ও Share করবেন আপনার facebook Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে।
Please Like, Comment and Share this Program for others to view.