এয়ার কন্ডিশনারের ব্যবহার কি পরিবেশের ক্ষতি করে? – চেতনার আসর
‘লাউদাতো সি’ পত্রের সার্থকতা আনতে হলে পোপ চতুর্দশ লিও’র কথা অনুযায়ী আমাদের পরিবেশ দূষণের ক্ষেত্রে ছোট থেকে বড় সব সমস্যাগুলোকে সমান গুরত্ব দিতে হবে এবং সেই সব সমস্যা নিষ্পত্তির জন্য যা যা করণীয় আমাদের দিক থেকে তা করতে হবে।
আমরা বর্তমানে এয়ার কন্ডিশনার ভালোই ব্যবহার করে থাকি। এই এয়ার কন্ডিশনার আমাদের পরিবেশের কি ক্ষতি করে?
আসুন এই চেতনার আসরে জানি সেই প্রসঙ্গে কিছু কথা।