অসামান্য প্রতিভাবান গণিতবিদ, রামানুজম - মহৎ জীবন

আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি

শ্রীনিবাস রামানুজম খুবই অল্প বছর বাঁচলেও তিনি গণিত শাস্ত্রে সুদূরপ্রসারী অবদান রেখে গেছেন। তিনি অসামান্য প্রতিভাবান গণিতবিদ ছিলেন। প্রথাগত শিক্ষা তিনি সেইভাবে লাভ করেন নি। তবুও সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং প্রচেষ্টায় গণিতের নানা দিকে বিশেষ করে গাণিতিক বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব, অসীম ধারা এবং আবৃত্ত ভগ্নাংশ শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

আজ এই মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানবো ভারতের গর্ব গণিতবিদ শ্রীনিবাস রামানুজমের জীবন প্রসঙ্গে কথা

আর এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই Like, Comment Share করবেন আপনার facebook Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে

Tags