স্বাধীনতা সংগ্রামী – বেলা বোস - মহৎ জীবন

আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি

ভারতবর্ষে একটা ধারা আছে যে বিখ্যাত মনীষীদের নামে রেলের স্টেশনের নামকরণ করা হয়ে থাকে। অগুনতি এইরকম স্টেশন আছে ভারত মাতার বীর সন্তানদের নামে। ভারতের বীরাঙ্গনা নারীদের নামেও আছে কিছু স্টেশন। ভারতে সর্ব প্রথম এক নারীর নামে একটি স্টেশন নামকরণ করা হয় পশ্চিমবঙ্গে। কলকাতা থেকে বেশী দূরে নয় – বেলানগর স্টেশন। এই স্টেশনটি স্বাধীনতা সংগ্রামী বেলা বোস মিত্রের নামে নামকরণ করা হয়। কে এই বেলা বোস?  

আজ মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানবো ভারতের স্বধিীনতা সংগ্রামী বেলা বোস মিত্রের জীবনের কথা। আসুন তাহলে আমরা তা জানি।

আর এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই Like, Comment ও Share করবেন আপনার facebook Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে