মাদার টেরেজার প্রয়াণ দিবস স্মরণে শ্রদ্ধাঞ্জলি - বিশেষ অনুষ্ঠান
মাদার টেরেজা ২৬ অগাস্ট ১৯১০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন অটোমান সাম্রাজ্যের আলবেনিয়র স্কোপিয় অঞ্চলে। ১৯২৮ খ্রিষ্টাব্দে তাঁর নিজের দেশ স্কোপিয় ছেড়ে চলে আসেন ভারতে। ১৯২৯ খ্রিষ্টাব্দে ভারতে এসে দার্জিলিঙে নব দীক্ষিত হয়ে ঈশ্বরের কাজ শুরু করেন। তিনি পূর্ব কলকাতায় লরেটো কনভেন্টে শিক্ষাকতায় ব্রতী হন। পড়াতে তাঁর ভালো লাগলেও তাঁর মন পড়ে ছিল কলকাতা শহরের দারিদ্র মানুষ এবং শিশুদের প্রতি। তিনি এরপর কিছু সন্ন্যাসিনীদের সাথে নিয়ে গঠন করেন ‘মিশনারিজ অব চ্যারিটি’ অর্ডার। একটু একটু করে কাজ করতে করতে অচিরেই তাঁর অর্ডার সারা বিশ্বে ছড়িয়ে যেতে থাকে। মাদার টেরেজা ১৯৭৯ খ্রিষ্টাব্দে ‘নোবেল শান্তি’ পুরষ্কারে ভূষিত হন। ভারত সরকার ১৯৮০ খ্রিষ্টাব্দে ভারতবর্ষের সব থেকে সম্মানীয় পুরষ্কার ‘ভারত রত্ন’ প্রদান করেন মাদার টেরেজাকে। এ ছাড়াও নানা রাষ্ট্র তাঁকে সম্মাননা জানিয়েছে তাঁর জীবনকালে। ভ্যাটিকান থেকে মাদার টেরেজাকে সন্ত আখ্যা প্রদান করা হয়। মাদার টেরেজার প্রয়াণ দিবস ০৫ সেপ্টেম্বর ১৯৯৭ খ্রিষ্টাব্দে। তাঁর মৃত্যু দিবসে আপামর বিশ্ববাসী স্মরণ করে থাকেন এই মানুষটিকে যিনি তাঁর নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন দুস্থ, অসহায়, অসুস্থ মানুষ এবং অনাথ শিশুদের পাশে থাকার জন্য। আজ তাঁর মৃত্যু দিবস বা ফিস্ট দিবসে আমরা রেডিও ভেরিতাস এশিয়া – বাংলা বিভাগের তরফ থেকে মাদারের কাছে মানব কল্যাণ এবং শান্তির জন্য প্রার্থনা জানাই এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানটি রচনায় এবং ভাষ্যে চন্দনা রোজারিও। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় অতনু দাস।