মহিলা অঙ্গন
মহিলা অঙ্গন
অনেক ক্ষেত্রেই আমরা নারী বলতে বুঝি দুর্বল এক সত্ত্বা যাদের বেঁচে থাকা নির্ভর করে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ের উপর। যাদের নিজের কোন পরিচয় থাকে না, যাদের ব্যক্তিগত কোন স্বাধীনতা থাকে না। সেই জন্যই বোধ হয় সমাজে সবথেকে বেশি নিপীড়ন সহ্য করে এই নারীরা। তবে প্রতিকূল পরিস্থিতি আমাদের আরও মজবুত হতে সাহায্য করে, আমাদের মানসিকভাবে পরিণত হতে সাহায্য করে।
আজকের মহিলা অঙ্গনের আসরে এমনই এক নারীর জীবনী শুনবো যিনি নানান প্রতিকূলতার মাঝেও শুধুমাত্র নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখেননি। বরং সমাজের অন্যদের জন্যেও এক উপমা তৈরি করে গেছেন।