যুব তরঙ্গ
একটি সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করে সেই সমাজের যুব সম্প্রদায়ের সঠিকভাবে গড়ে ওঠার মধ্যে দিয়ে। কারণ এই নতুন প্রজন্মের মধ্যে দিয়েই আসে নতুন প্রভাত। তাই যুবসমাজকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকের আর সেই উদ্দেশ্যেই গত ২৬ শে অক্টোবর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনায় অবস্থিত ভার্জিন অফ দ্যা পুয়ার ধর্মপল্লীর খ্রীষ্ট সেবা আশ্রমে উদযাপিত হল যুব দিবস।
আসুন আজকের যুব তরঙ্গের আসরে সেই অনুষ্ঠানের কিছু অংশ দেখব।
বিশেষ ধন্যবাদ জ্ঞাপন
ফাদার মহানন্দা সিংহ এসজে (পাল পুরোহিত)
ফাদার অরুণ লুকাস এসজে (ইউথ ডাইরেক্টর)
ফাদার রাকেশ মণ্ডল এসজে (সহকারি ইউথ ডাইরেক্টর)
ভিডিও ধারণ
ব্রাদার মনিশ এসজে