হামাগুড়ি দিয়ে কলেজে যায় ফজলুল- পরিবার বিষয়ক অনুষ্ঠান

প্রতিদিন তিন কিলোমিটার পথ দুই হাতে ভর করে হামাগুড়ি দিয়ে কলেজে যাতায়াত করেন মো. ফজলুল হক (১৭) নামে শারীরিক এক প্রতিবন্ধী শিক্ষার্থী। 

জন্ম থেকেই ফজলুলের পা দুইটি বাঁকা ও অবশ। ফলে দুই হাতে জুতা পড়ে হামাগুড়ি দিয়ে তাকে চলাফেরা করতে হয়। আর এভাবেই সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে জিপিএ-৪.৫০, জেএসসিতে জিপিএ-৩.৫৭ ও গত বছর এসএসসিতে জিপিএ-৩.৬১ পেয়ে পাস করে এখন জেলার হলি-চাইল্ড ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণিতে মানবিক শাখায় লেখাপড়া করছে। তার স্বপ্ন, সে একদিন সরকারি চাকরি করে সংসারের হাল ধরবে।  

পরিবার বিষয়ক অনুষ্ঠানে জানবো আজ মো. ফজলুল হক এর কথা ।


নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
https://bengali.rvasia.org/

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন । 
Facebook: http://facebook.com/veritasbangla
YouTube: http://youtube.com/veritasbangla
Twitter:  https://twitter.com/banglaveritas
Instagram: http://instagram.com/veritasbangla