মাংসতে পেপে দিয়ে খাওয়া কতটা উপকারী? - চেতনার আসর

মাংস খেতে অধিকাংশ মানুষের ভালো লাগে। মাংস মানেই বেশ জমিয়ে কষিয়ে রান্না। তবে আমাদের মা, ঠাকুমারা বলে থাকেন যে মাংস রান্না করার সময়ে কয়েক টুকরো পেপে দিয়ে দিতে। তারা বলে থাকেন যে এতে মাংস খেতে সুস্বাদু হয় এবং মাংস হজম করতে সহজ হয়। সত্যি কি মাংসতে পেপে দিয়ে খেলে তা আমাদের শরীরের জন্য উপকারী? আসুন আজ এই চেতনার আসরে আমরা সেই বিষয়ে জানি।

এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে, সেই ভালো লাগার কথা এবং এই বিষয়ে আপনার কোনও নিজস্ব অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে জানাবেন। আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই প্রসঙ্গে ধারণা লাভ করতে পারেন।