মিষ্টি খেলে না কি, কৃমি হয় ! - চেতনার আসর

আপামর বাঙালির কাছে এক কথায় অতি প্রিয় একটি খাদ্য হল মিষ্টি। নানা রকমের মিষ্টি বাঙালি খেতে বড়ই ভালবাসে। মিষ্টি এতটাই প্রিয় যে বাঙালির এক প্রকার ঐতিহ্য – আত্মীয় বা নিকট কারোর বাড়ি গেলে বেশ কিছুটা মিষ্টি নিয়ে যাওয়া হয়। আবার সেই বাড়িতে সেই অতিথিকেই নানারকম মিষ্টিও পরিবেশন করে থাকেন গৃহকর্তা বা গৃহকত্রী। বাঙালির ভুরি ভোজ অসমাপ্ত থেকে যায় যদি তার পাতে শেষে মিষ্টি না পড়ে। এ হেন বাঙালি যাদের অন্তত রক্তে শর্করার হার বেশি তাদের কখনও কখনও দেখা যায় মিষ্টির দোকানে লুকিয়ে – চুরিয়ে (যাতে বাড়ির লোকজন না দেখতে পায়) একটার পর একটা মিষ্টি তৃপ্তি সহকারে আস্বাদন করতে। শিশুরা মিষ্টি, নানারকম চকলেট, টফি, লজেন্স পছন্দ করে থাকে। বাড়ির বড়রা বারণ করে থাকেন তাদের এইসব খেতে বা কম খেতে বলেন। কেন বলে থাকেন এইরকম কথা? কারণ – “মিষ্টি খেলে না কি কৃমি হয়”! সত্যিই কি তাই? আসুন, এই চেতনার আসরে আজ সেই প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে, সেই ভালো লাগার কথা এবং এই বিষয়ে আপনার কোনও নিজস্ব অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box লিখে জানাবেন। আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরা এই প্রসঙ্গে ধারণা লাভ করতে পারেন।

Please Like, Comment and Share this Program for others to view.