শীতকালে কলা খাবো কি খাবো না? - চেতনা
শীত পড়তে না পড়তেই গুরুজনদের কঠোর নিষেধাজ্ঞা, শীতে কলা খাওয়া যাবে না। কেন এই নিষেধ? তাঁরা বলে থাকেন শীতে কলা খেলে ঠাণ্ডা লেগে যেতে পারে, সর্দি, কাশি হতে পারে। কলার সাথে তাহলে কি সত্যি কোন যোগসূত্র আছে ঠাণ্ডা লেগে যাওয়ার?
আসুন আজ এই চেতনার আসরে শীতকালে কলা খাবো কি খাবো না সেই প্রসঙ্গে আলোচনা শুনি।