জ্বর হলে, কি খাবো না খাবো না? - চেতনা
জ্বর হলে অনেকেই বলে থাকেন যে রোগীর খাবার খাওয়ার পরিমাণ কম বা বেশ কিছু খাবার একদমই খাওয়া উচিৎ নয়। সেই কথা শুনে অনেক রোগী এবং তাদের বাড়ির মানুষজন তা করেও থাকেন। জ্বর হলে সত্যিই , কি খাবার খাওয়া কম করে দিতে হয় এবং বেশ কিছু খাবার কি খেতে নেই তাহলে?
আসুন তাহলে এই চেতনার আসর থেকে জানি জ্বর হলে, কি খাবো না খাবো না? – এই প্রসঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা।