পরিবেশ রক্ষায় – অপ্রচলিত শক্তি
পরিবেশ ও আমরা
চারদিকে এবং বিভিন্ন দেশ পরিবেশ রক্ষার ক্ষেত্রে অপ্রচলিত শক্তি ব্যবহারের দিকে চিন্তা ভাবনা করছে এবং জোর দিচ্ছে। এটার পেছনে সব থেকে বড় কারণ হল যত কম প্রচলিত শক্তি যেমন কয়লা, তেল এবং গ্যাস পোড়ানো যায় কারণ এর থেকে বায়ুতে কার্বন ডায়ক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় যা আমাদের ক্ষতি করতে পারে।
বন্ধুরা, অপ্রচলিত শক্তির মধ্যে কি কি পড়ে এবং তা বর্তমানে কিভাবে ও কতটা ব্যবহার হচ্ছে সেই ব্যাপারে যদি জানতে চান, তাহলে আপনাদের আজ বিজ্ঞান জগতের এই অনুষ্ঠানটি দেখতেই হবে।