প্লাস্টিক ব্যবহার বর্জনের গুরুত্ব কেন? – চেতনা
কলকাতার মহামান্য ধর্মপাল টমাস ডি সুজা নির্দেশ দিয়েছেন প্লাস্টিক ব্যবহার বর্জন করতে। প্লাস্টিক দূষণ আমাদের ক্ষতি করে। লাউদাতো সি’র দশম বর্ষ পূর্তিতে প্লাস্টিক বর্জন করার শপথ গ্রহণ করে আমাদের পরিবেশকে রক্ষা করার দিকে আমরা অগ্রসর হই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারি বিষ মুক্ত এক সুন্দর পৃথিবী। লাউদাতো সি’র আহ্বান সফল করার ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার বর্জনের গুরুত্ব কেন?
আসুন এই চেতনার আসরে জানি সেই প্রসঙ্গে কিছু কথা।