কলকাতার চিঠি
কলকাতার ট্রাংগুলার পার্কে প্রতি বছর গীতা জয়ন্তী উৎসব উদযাপন করা হয় যার প্রাণপুরুষ হলেন দেবানন্দ সরস্বতী। যেখানে নিয়মিত আমন্ত্রিত হতেন যীশুর সংঘ সম্প্রদায়ের ফাদার আতোওয়ান, ফাদার ফলো প্রমুখ। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। কলকাতার ধ্যানআশ্রমের রেক্টর ফাদার সানি জর্জ এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। আজকের কলকাতার চিঠির আসরে দেখব কিভাবে এই গীতা জয়ন্তী উৎসবে সকলে বিবিধের মাঝেও এক হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা রকম কোলাহল দেখা দিলেও এই গীতা জয়ন্তী উৎসবে বৈচিত্রের মাঝেও যেন সবাই এক হয়ে উঠেছে আর এই ধর্মকেই বোধহয় বলে মানব ধর্ম যার সাক্ষী হয়ে রইল শহর কলকাতা। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন শ্রী দীপঙ্কর বসু সমগ্র অনুষ্ঠানটি সম্পাদনা, পরিচালনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও।