কলকাতার চিঠি - খুঁজে ফিরি বারে বার

বাংলা সঙ্গীতের ধারায় সবচেয়ে শক্তিমান হিসেবে যদি একক কোনো ব্যক্তির কথা বলতে হয়, তবে নিঃসন্দেহে তিনি আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করে গেছেন অসংখ্য গান, কবিতা, গীতিনাট্য, নৃত্যনাট্য, নাটক, গল্প, প্রবন্ধ, উপন্যাস। বাঙালীর সংস্কৃতিতে এবং মননে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের অনন্য সাধারণ সৃষ্টিশীল হাতের ছোঁয়ায় এবং মনের পরশে বিশ্ব সঙ্গীতের উপাদান সম্বলিত তাঁর গানগুলো বাংলা গানের মূলধারার গান হিসেবেই বিবেচিত। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬ তম জন্মবার্ষিকী আসন্ন।

আজ এই কলকাতার চিঠি অনুষ্ঠানে আমরা খুঁজে দেখবো কবিকে তাঁর কালজয়ী সৃষ্টির মধ্যে থেকে। অনুষ্ঠান - খুঁজে ফিরি বারে বার।

এই অনুষ্ঠানটি প্রযোজনার ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করেছেন কলকাতা থেকে শ্রীমতী ড. অনন্যা দত্ত ঘোষ এবং শান্তিনিকেতন থেকে শ্রী শুভজিৎ চৌধুরী মহাশয়। আমরা তাঁদের দুই জনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

আর এই অনুষ্ঠানটি দেখা ও শোনার পর এই প্রসঙ্গে আপনার মতামত লিখে জানান নিচে Comment Box এ এবং একটি Like দেবেন ও অনুষ্ঠানটি Share করে নিন এবং আপনার পরিচিত Groups গুলোতেও Share করে দিন যাতে এই বিষয়গুলো মানুষ জেনে উপকৃত হয়।

আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।