কলকাতার দুর্গা পুজো – কলকাতার চিঠি

এক সপ্তাহ আগে শেষ হল দুর্গা পুজো। এই দুর্গা পুজো আজ বাঙালির জীবনে শ্রেষ্ঠ উৎসবে পরিণত হয়েছে। জাতি, বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এই উৎসবে যোগদান করে। এই উৎসবে থাকে না কোন ভেদ ভাব। থাকে একটা এক আত্মা, এক প্রাণ, এক মনের সৌহার্দ বারতা। দুর্গা পুজোকে কেন্দ্র করে সব থেকে যেটি লক্ষ্য করা যায় তা হল শিল্প কলা।

এই বছর কেমন ছিল কলকাতার দুর্গা পুজোগুলো তার এক ঝলক আজ দেখতে দেখতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার দুর্গা পুজোগুলোর বৈশিষ্টগুলো আসুন জেনে নেওয়া যাক।