পোপ ফ্রান্সিসের উদ্দেশ্যে প্রার্থনা

পরম প্রিয় করুণাময় পিতা ঈশ্বর, গভীর বিশ্বাস ও ভরসা সহ আমরা রেডিও ভেরিতাস এশিয়ার পরিবারের সদস্যগণ তোমার  কাছে আমাদের  প্রিয় পোপ ফ্রান্সিসকে উৎসর্গ করছি।তাঁর  গুরুতর অসুস্থতার জন্য  আমরা তোমার আরোগ্য  স্পর্শ  কামনা করি যাতে তিনি দ্রুত  সুস্থ হয়ে ওঠেন এবং শারীরিক শক্তি ফিরে পান, আরাম বোধ করেন।

তিনি যেন শীঘ্র সম্পূর্ণ সুস্থ  হয়ে তাঁর জ্ঞান, অটল  বিশ্বাস, গভীর  অনুভূতির  সাথে তোমার  খ্রীষ্টমণ্ডলীকে পরিচালিত  করতে পারেন ।

হে ঈশ্বর! আমাদের এই সম্মিলিত  প্রার্থনা, ওনাকে উজ্জীবিত  করুন  যাতে তাঁর  মাধ্যমে আমরাও মঙ্গলসমাচার  প্রচার  করতে অটল থাকি।আমরা আমাদের  প্রভু যীশুখ্রীষ্টের  নামে এই প্রার্থনা করি। আমেন।