তপস্যাকাল প্রসঙ্গে পোপ মহোদয়ের বাণী

মহামান্য পোপ ফ্রান্সিস
তপস্যাকালে আমরা (খ্রীষ্ট ভক্তমণ্ডলী) নানা ভাবে কৃচ্ছ সাধন করি,ত্যাগ স্বীকার করি। এ প্রসঙ্গে পোপ মহোদয় কী বলছেন, " পুণ্য সপ্তাহে তোমার যা ইচ্ছা হয়, তাই খাও।ত্যাগ স্বীকার পাকস্তলীর জন্য নয় বরং হৃদয়ের জন্য।লোকে মাংসাহার বাদ দেয়।কিন্তু তারা নিজের ভাই-বোনের সাথে কথা বলে না।আত্মীয় পরিজনদের সাথে কথা বলে না।নিজেদের অভিভাবকদের সাথে দেখা করতে যায় না বা তাদের ছেলেমেয়েদের যত্ন নেয় না।অভুক্তদের সাথে খাবার ভাগ করে না। নিজের সন্তানদের বাবা-মা,দাদু দিদাদের থেকে দূরে রাখে।অপরের জীবন যাপন নিয়ে সমালোচনা করে।নিজের সঙ্গীর সাথে দুর্ব্যবহার করে।মাংস কখনও আমাদের খারাপ মানুষ বানায় না বা একটা মাছের ফিলেট কখনও আমাদের সাধু বানায় না।তাই এই সময় ঈশ্বরের সাথে আমাদের ভাল সম্পর্ক গড়ে তোলা উচিত। অনুলিখন – চন্দনা রোজারিও।