মহিলা বিষয়ক অনুষ্ঠান
নারী, তুমি মমতার ভান্ডারী, হে নারী তুমি জননী তুমি কোমলমতি তুমি কল্যানী । নারীর শাশ্বত এ রূপ বিভিন্ন সময় ও পরিস্থিতর বিভিন্ন পর্যায়ে ভিন্নকারে দেখা যায়।
তবে নারীরা যে রুদ্ররূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে জানে তাও ঠিক। এছাড়া নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজে সম্মানজনক অবস্থানে জায়গা করে নিতে পারে তা এখন দেখছে বিশ্ববাসী।